দেশের ক্রিকেটে একসময় তামিম ইকবাল, মুশফিকুর রহিম আর সাকিব আল হাসান ছিলেন যেন অটুট এক ত্রয়ী। মাঠের ভেতরে-বাইরে তাদের বন্ধুত্বের গল্প ভক্তদের মুখে মুখে ফিরত। তবে সময়ের স্রোতে অনেক কিছুই বদলে গেছে। তামিম ও সাকিবের সেই পুরনো বন্ধুত্বে ফাটল এসেছে বহু আগেই।
এখন দেশের ক্রিকেট থেকে কিছুটা দূরে সাকিব। কখনো ফ্র্যাঞ্চাইজি লিগে, কখনো যুক্তরাষ্ট্রে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় তাকে। তেমনই এক লিগের মঞ্চে গেল রাতে তামিম-মুশফিকের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়।